Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

প্রতিষ্ঠাঃ  ১৫ই ফেব্রুয়ারী, ১৯৮৪ ইং।

ভিশন  : শিক্ষারমানোন্নয়ন, প্রতিষ্ঠান ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি ও সরকারী সেবার মান নিশ্চিতকরণ।

মিশন  : শিক্ষক নিয়োগ, এমপিও ভূক্তি, টাইম স্কেল ও বিভিন্ন প্রশিক্ষণ প্রদান। শিক্ষারমানোন্নয়নের জন্য নিয়মিত প্রতিষ্ঠান পরিদর্শন।

উদ্দেশ্যঃ

Ø       বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাকদের এমপিওভূক্তিকরন, টাইম স্কেল, ইনডেক্সসহ বিভিন্ন সংশোধনী, বিএড স্কেল পরিবর্তন ইত্যাদি কার্যক্রমের অগ্রায়ন।

Ø       শিক্ষাপ্রশাসন ও ব্যবস্থাপনায় উন্নয়ন সাধন।

Ø       শিক্ষারমানোন্নয়ন।

কার্যাবলীঃ

Ø       শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ উপযুক্ত কর্তৃপক্ষেরজারীকৃত প্রশাসনিক আদেশ ও নির্দেশ যথাযথভাবে পালন করছে কিনা পরিদর্শনের মাধ্যমে তা যাচাই।

Ø       শিক্ষারমানোন্ননের জন্য পরিকল্পনা মাফিক পরিদর্শন ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান।

Ø       বেসরকারী প্রতিষ্ঠান সমূহের একাডেমিক কার্যক্রম তত্ত্বাবধান করা ।

Ø       অভিযোগের ভিত্তিতে বা  সরকারের নির্দেশক্রমে তদমত্ম পরিচালনা করা।

Ø       শিক্ষামন্ত্রণালয় তথা সরকারের নির্দেশক্রমে যে কোন দায়িত্ব পালন করা ।

অভিযোগ বা তথ্যের ব্যাপারে যোগাযোগঃ

উপজেলা শিক্ষা অফিসার

বিজয়নর, ব্রাহ্মণবাড়িয়া

মোবাইলঃ